
রাইজিংসিলেট- রমজান বিদায় নিয়ে শুরু হয়েছে আরবি দশম মাস শাওয়াল। রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর এ মাসে ছয়টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। অনেকেই এটিকে ‘সাক্ষী রোজা’ হিসেবে অবহিত করে থাকেন। তবে শাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।
হাদিসে এসেছে- আবু আয়্যুব আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম (রোজা) পালন করলো, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো (অর্থাৎ, ৬টি সিয়াম পালন করলো), সে যেন সারা বছর রোজা রাখলো। (সহিহ মুসলিম, হাদিস: ২৬২৯, তিরমিজী, হাদিস: ৭৫৯)
তবে শাওয়ালের এই রোজা ঈদের পর কবে থেকে রাখতে হয়, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যদিও হাদিসে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনোকিছু উল্লেখ নেই। তবে আলেমদের মতে, ঈদের পর থেকে পুরো শাওয়াল মাসের যেকোনো সময়ে এই ছয় রোজা রাখা যাবে। বিখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ’র মতো আলেমরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছেন।
এ ক্ষেত্রে একটানা রোজাগুলো রাখতে হবে এমন শর্তও নেই। যেকেউ সুবিধাজনক দিনে এই ছয়টি রোজা রাখতে পারবেন। তবে শর্ত হলো- শাওয়াল মাসের মধ্যেই ছয়টি রোজা রাখতে হবে।