ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের কতদিন পর শাওয়ালের ৬ রোজা রাখতে হয়

rising sylhet
rising sylhet
এপ্রিল ১৪, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- রমজান বিদায় নিয়ে শুরু হয়েছে আরবি দশম মাস শাওয়াল। রমজানে পুরো মাসব্যাপী রোজা রাখার পর এ মাসে ছয়টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। অনেকেই এটিকে ‘সাক্ষী রোজা’ হিসেবে অবহিত করে থাকেন। তবে শাওয়ালের ছয় রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।

হাদিসে এসেছে- আবু আয়্যুব আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম (রোজা) পালন করলো, তারপর শাওয়াল মাসে ছয় দিনকে তার অনুগামী করলো (অর্থাৎ, ৬টি সিয়াম পালন করলো), সে যেন সারা বছর রোজা রাখলো। (সহিহ মুসলিম, হাদিস: ২৬২৯, তিরমিজী, হাদিস: ৭৫৯)

তবে শাওয়ালের এই রোজা ঈদের পর কবে থেকে রাখতে হয়, তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যদিও হাদিসে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনোকিছু উল্লেখ নেই। তবে আলেমদের মতে, ঈদের পর থেকে পুরো শাওয়াল মাসের যেকোনো সময়ে এই ছয় রোজা রাখা যাবে। বিখ্যাত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ’র মতো আলেমরাও এ বিষয়ে বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছেন।

এ ক্ষেত্রে একটানা রোজাগুলো রাখতে হবে এমন শর্তও নেই। যেকেউ সুবিধাজনক দিনে এই ছয়টি রোজা রাখতে পারবেন। তবে শর্ত হলো- শাওয়াল মাসের মধ্যেই ছয়টি রোজা রাখতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।