ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন

rising sylhet
rising sylhet
মে ১৭, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

গত মাসে তিনি নেন ইউটার্ন, জানান কাতালানদের সঙ্গেই থাকছেন।ক্লাবের বাজে পারফরম্যান্সের কারণে গত জানুয়ারিতেই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হের্নান্দেস।

কিন্তু এবার জানা গেল ভিন্ন খবর, মৌসুম শেষে তাকে ছাটাই করার কথা ভাবছে ক্লাবই।

গতকাল আলমেরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করে বার্সেলোনা। দলের জয়ে জাভি খুশি থাকলেও কঠিন পরিস্থিতির কথা মনে করিয়ে দেন তিনি। তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পাশাপাশি ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে প্রতিযোগিতা করা যে কঠিন হয়ে পড়েছে সেটিও উল্লেখ করেন বার্সা কোচ। সঙ্গে হাল না ছাড়ার কথাও জানান তিনি।

এক প্রতিবেদনে বিবিসি আজ বিষয়টি জানায়। শুধু তাই নয়, পরবর্তী কোচ হিসেবে কে থাকবেন তাও ঠিক করে রেখেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। বর্তমানে বার্সা ‘বি’ দলের কোচ রাফায়েল মারকেস পরবর্তী কোচ হিসেবে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমার মনে হয় সমর্থকদের বুঝা উচিত যে বর্তমানে রিয়াল মাদ্রিদ ও ইউরোপের ক্লাবগুলোর বিপক্ষে অর্থনৈতিকভাবে প্রতিযোগিতা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের এসব কিছুর সঙ্গে খাপ খাইয়ে চলতে হচ্ছে। এটা মানে এই না যে, আমরা শিরোপা জয়ের জন্য চেষ্টা করছি না। বার্সেলোনার বর্তমান অবস্থা এটিই। ’

২০২১ সালে কাতারের ক্লাব আল সাদ থেকে বার্সেলোনায় যোগ দেন জাভি। ২০২২-২৩ মৌসুমে তার অধীনে দল জেতে লিগ শিরোপা। এরপর থেকে দিন দিন খারাপ হতে থাকে পারফরম্যান্স। চলতি মৌসুমে পিএসজির কাছে হেরে তাদের বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বাজে ফর্মে তারা খুঁইয়েছে লিগ শিরোপাও।

১১৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।