ঢাকারবিবার , ১৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মানুষ মাত্রই ভুল-নুরুল হাসান সোহান

rising sylhet
rising sylhet
মে ১৯, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সহ-অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান।দুই বছরে ক্যারিয়ার বদলে গেছে অনেকটাই।

দুই বছর আগে তিনি ছিলেন নেতৃত্বে, কোন ভুলে এখন ঠাঁই হয়নি স্কোয়াডেও? রোববার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রশ্নের উত্তর দিয়েছেন সোহান।

তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল। শুধু যে আমার ভুলের জন্য হবে সবকিছু হবে এরকমও না। অবশ্যই অনেক কিছু নির্ভর করে। দলের সমন্বয় নির্ভর করে, অনেক পরিস্থিতি থাকে, ধৈর্য রাখাটা গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে নিজেকে ওভাবে তৈরি রাখি যাতে পরবর্তীতে যখন সুযোগটা পাবো তখন যেন কাজে লাগানোর চেষ্টা করি।

কিন্তু দুই বছর পর যখন আরেকটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, তখন জাতীয় দলের ভাবনাতেও সেভাবে নেই সোহান।
জাতীয় দলের হয়ে ৪৬ টি-টোয়েন্টি খেলে ৪৪৫ রান করেছেন সোহান। বেশির ভাগ সময়ই থেকেছেন আসা-যাওয়ার ভেতর।

সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২৫.১০ গড় ও ১২৯.৩৮ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছিলেন সোহাল। ক’দিন আগে শেষ হওয়া ডিপিএলে ম্যাচে ৪১.২৫ গড় ও ৮৪.৪৭ স্ট্রাইক রেটে ৪৯৫ রান করেছেন তিনি। এখনও জাতীয় দলে ফিরতে মরিয়া সোহান।

তিনি বলেন, ‘জাতীয় দল অবশ্যই গর্বের জায়গা আমার কাছে এটা খুব বেশি খারাপ লাগে যখন বাইরে থাকি। অবশ্যই চেষ্টা করব জায়গাটা ফেরত পাওয়ার। ক্রিকেটটা খেলছি জাতীয় দলে খেলার জন্যই যেটা বললাম গর্বের বিষয়। বিপিএলটা ভালো গেছে এবং প্রিমিয়ার লিগটাও মোটামুটি ভালো গেছে। আমার কাছে মনে হয় যখন সুযোগটা আসবে সেটা কতটা কাজে লাগাতে পারছি এটা আসলে গুরুত্বপূর্ণ। ’

‘বেশিরভাগ যে সুযোগগুলো আসে মাথা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। কারও উপর নির্ভরশীল এই করবে ওই করবে এরকম কিছু না। শেষের দিকে বিশেষ করে টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয় ৩-৪ জনের অনুশীলন থাকে তাদের ওইখানে স্ট্রাইক রেটটা… একদিন কেউ ক্লিক করবে আবার কেউ আরেকদিন ক্লিক করবে। দলের জন্য ওই সময় যতটা অবদান রাখা দরকার সেটাতে মনোযোগ দেয়া দরকার।

১৪১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।