ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় ধাপে সিলেটের তিন উপজেলায় নির্বাচনে প্রার্থী বেশি

rising sylhet
rising sylhet
মে ২৩, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সিলেটের তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও বালাগঞ্জ উপজেলায় আগামী ২৯ মে ভোটযুদ্ধে লড়বেন ৪৫ প্রার্থী। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ভোটের লড়াইয়ে আছেন।

ফেঞ্চুগঞ্জ-ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ৩টি পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটযুদ্ধে রয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার জন প্রার্থী হয়েছেন। তারা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল (মোটর সাইকেল), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ (ঘোড়া), ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির (আনারস), এডভোকেট সুলতানা রাজিয়া ডলি (দোয়াত কলম) প্রতীকে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে দূর্জয় দাস রতন (উড়োজাহাজ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন আহমদ (তালা), মোহাম্মদ শহিদর রহমান (টিউবওয়েল), মো. জাহাঙ্গীর আলম (মাইক) ও জামায়াতের নেতা সায়েমুল আরেফিন (বই) প্রতীকে নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন জাহান তাম্মী (ফুটবল), আওয়ামী লীগ নেত্রী ডালিয়া বেগম (হাঁস) ও মোছা. মোহিনী বেগম (কলস) প্রতীকে নির্বাচন করছেন।

বালাগঞ্জ-বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা ১১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া চারজনই আওয়ামী লীগের নেতা। তারা হলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর (কাপ পিরিচ), বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া (আনারস), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের সহসভাপতি মো. সামস উদ্দিন ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, নূরে আলম (মাইক), আওয়ামী লীগ নেতা মোস্তাক উদ্দিন আহমদ (চশমা), মো. মশাহিদ আলী (তালা), শেখ মো. জাকারিয়া জাবেদ (টিউবওয়েল), খেলাফত মজলিস সৈয়দ আলী আছগর (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অর্পনা রানী দেব (কলস), উপজেলা বিএনপি নেত্রী সেবু আক্তার মনি (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন।

বিয়ানীবাজার-তিন উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী বিয়ানীবাজার উপজেলায়। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন এই ৩টি পদে মোট ২১ জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন (আনারস), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন (কৈ মাছ), সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল বারী (দোয়াত কলম), লাউতা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. গৌছ উদ্দিন (শালিক পাখি), প্রভাষক জহির উদ্দিন (ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির এক নেতা প্রার্থী হয়েছেন। উপজেলা মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা মো. জাকির হোসেন সুমন (কাপ পিরিচ) প্রতীকে নির্বাচন করছেন।।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মামুন খান (বই), উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু (বাল্ব), সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. খালেদুর রহমান (উড়োজাহাজ), উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়দুল ইসলাম (মাইক), উপজেলা আওয়ামী লীগের সদস্য পলাশ হোসেন আফজাল (তালা), জামাল আহমদ (টিয়াপাখি), উপজেলা যুবলীগ নেতা সুহেল আহমদ রাশেদ (চশমা), মৎস্যজীবী লীগ নেতা জসিম উদ্দিন (টিউবওয়েল) প্রতীকে নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার (ফুটবল), হাসিনা আক্তার (হাঁস), রোমানা আক্তার (বৈদ্যুতিক পাখা), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম (কলস) প্রতীকে নির্বাচন করছেন।

১২৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।