ঢাকাবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ads

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, এ বছর শুরু থেকেই নানা কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন হওয়ায় তাদের পাঠ্যক্রম নিয়মিত ছিল না। এতে পরীক্ষার জন্য তারা প্রস্তুতিমূলক পড়াশোনা করতে পারেনি। অর্ধবার্ষিক পরীক্ষাও সম্পূর্ণ শেষ হয়নি।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
কর্মসূচি থেকে অন্তর্র্বতী সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

এতে তারা পড়াশোনায় পিছিয়ে গেছে। এ অবস্থায় তাদের পক্ষে পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভব নয়। আর পূর্ণ সিলেবাস শেষ করার মতো এখন পর্যাপ্ত প্রস্তুতির সময়ও নেই।

তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। এই সাধারণ শিক্ষার্থীদের অবস্থা বিবেচনা করে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।