চালিবন্দর এলাকায় ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর চালিবন্দর যুব কল্যাণ সংস্থার আয়োজনে রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। একই সাথে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলের জার্সিও উন্মোচন করা হয়।
টুর্নামেন্টের স্পনসর হিসেবে রয়েছে সোহেল টেলিকম, সিলেট হীরা জুয়েলার্স ও শানু টেলিকম।
টুর্নামেন্ট পরিচালনায় আছেন কাজী বায়েস, পিন্টু বৈদ্য, সোহেল আহমদ, কৃষ্ণ, মিশন, জুম্মান, শিহাব, রিপন, প্লাবন ও স্বপ্নীল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চালিবন্দর যুব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী, সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, সিনিয়র সহ সভাপতি কাজী মুকিত সুমন, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, দপ্তর সম্পাদক পলাশ দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ শানু প্রমুখ।