ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে-উপদেষ্টা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৮, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ads

নতুন বছরের জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে, এতে কোন ব্যত্যয় ঘটবে না বলেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার ।

বইয়ের সংস্করণ হচ্ছে তবে প্রাথমিক পর্যায়ে তেমন পরিবর্তন হবেনা। পরিবর্তন হবে ষষ্ঠ থেকে উপরের ক্লাসের পাঠ্যবইয়ে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষকরা সরকারি কর্মকর্তা চাকুরী বিধি অনুযায়ী তারা সরাসরি রাজনীতি করতে পারেন না। এ নিয়ে তাদের ১০ মাসের একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগে শিক্ষক নিয়োগ ও বদলিতে নানান অভিযোগ ছিল এখন কম্পিউটারে ডিজিটাল পদ্ধতিতে বদলি পদায়ন হয়। হাওর এলাকার স্কুলের অবকাঠামোগত পরিবর্তন করার কথা ভাবছে সরকার। স্কুল প্লাস বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। শিক্ষক সংকট দূর করতে চেষ্টা করা হচ্ছে।

পরে তিনি দূর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন শেষে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করবেন।

এসময় জেলা প্রমাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।