ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খু ন

rising sylhet
rising sylhet
নভেম্বর ২২, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ads

জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রাজু মিয়া (৫৫)। তিনি একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। সে স্থানীয় সাদ্দাম বাজারে সার-কীটনাশক ব্যবসায়ী বলে জানা গেছে।

খবর পেয়ে বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতত্বে একদল পুলিশ  ঘটনাস্থল উপরিদর্শন করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিছেন ওসি।

পুলিশ জানায়, নিহত মো. রাজু মিয়ার সাথে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে ভাতিজা মোঃ হাছান মিয়া, হোসেন মিয়া ও মুক্তার মিয়াদের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির জায়গা বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে মিমাংসার জন্য শালিশ বৈঠক হয়, কিন্তু উভয় পক্ষের বিরোধ মিমাংসা হয়নি। বৃহস্পতিবার সকালে বিরোধীয় স্থানে ছোট একটি জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে চাচা রাজু মিয়ার মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে  সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।