ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আ ট ক করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৪, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মোঃ মাসুক মিয়ার পুত্র মোঃ রুকু মিয়া (২৭), মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)।

রবিবার (২৪ নভেম্বর) ভোরে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেন। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগী মোটর সাইকেল চোরকে আটক করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে হবিগঞ্জের মাধবপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেন। তারা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।