ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স ন্ত্রা সী দের ধারালো অ স্ত্রে র আঘাতে আহত বিএনপির সদস্য মা রা গেছেন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৪, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ৩০নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি আমিন মোল্লা বোয়িং মারা গেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ নভেম্বর রাতে হামলায় তিনি আহত হয়েছিলেন।

এদিকে এই হামলার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে। তার মাথায় এবং ঘাড়ে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে করছি। মঙ্গলবার রাতে তার ছোট ভাই মো. আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা সদর থানা পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর রাতে নগরীর টুটপাড়া এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বিএনপি নেতা আমিন মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

৭৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।