ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

আলমি শুরার সদস্যরা নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে । অর্থাৎ, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা পালন করবেন তারা।

গত বুধবার সংঘর্ষে তাদের ৩ জন সাথি মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ বিভক্তির সমাধান সমাধান সম্ভব বলেও জানান তিনি।

হাবিবুল্লাহ রায়হান বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। ইজতেমায় সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না।

প্রসঙ্গত, ২০২৫ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত হয়। আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আলমি শুরার অধীনে এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থিদের অধীনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

৬০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।