ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদের রহস্যজনক ভূমিকার নিন্দা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গত ১৯ জুলাই আন্দোলনকালে বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামী সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে সেনা ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়।

আদালতের কার্যক্রম শেষে আসামী সাদেক কাওসার দস্তগীরকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় আদালতে সিলেটে কর্মরত সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যাকারী সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরের সংবাদ সংগ্রহ করতে বাধা সৃষ্টি ও মিথ্যা তথ্য দিয়ে আদালতের অপর দিকে সাংবাদিকদের সরিয়ে দ্রুতগতিতে অন্য দিকে আসামীকে বের করে নিয়ে যাওয়া একজন রাজনীতিবীদ হিসেবে সহযোগিতা করার ঘটনাটি রহস্য জনক। এধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

৬৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।