ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ,টাইগারদের অভিনন্দন জানিয়েছেন-তারেক

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২০, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। এমন সাফল্যের জন্য টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় অর্জন করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এই অসাধারণ কৃতিত্ব তোমাদের অটুট নিষ্ঠা, দলগত কাজ এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ।

এই ধরনের জয় শুধুমাত্র তোমাদের প্রতিভাকেই প্রদর্শন করে না বরং সারা দেশে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে, ক্রিকেটের প্রতি আমাদের যে গর্ব এবং আবেগকে আরও শক্তিশালী করে। তোমাদের এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাক। পুরো জাতি তোমাদের বিজয় উদযাপনে ঐক্যবদ্ধ।

এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১০৯ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৮০ রানের জয় পায় বাংলাদেশ।

এতে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল টাইগাররা। তৃতীয় ম্যাচটি ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন। যেখানে পুরোপুরি সফল হয়েছে লিটন বাহিনী।

৬৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।