ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের মাসিক ৬ষ্ঠ সভা (ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে গৃহীত কর্মসূচীর তারিখ বর্তমান সময়ের ধানকাটা সহ গ্রামের বিভিন্ন উন্নয়ন কাজের অবস্থা বিবেচনায় নিয়ে পূণরায় নির্ধারণ করা হয়। এরমধ্যে খসড়া গঠনতন্ত্র পর্যালোচনা করে আগামী ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ৭ম সভা (জানুয়ারী ২০২৫)-তে গঠনতন্ত্র পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে আগামী ১ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় (মাগরিবের নামাজের পর) ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার সর্বস্তরের নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। ২ জানুয়ারী বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর হতে এশার নামাজের পূর্ব পর্যন্ত সপ্তাহে ৪ দিন (শনিবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় ফাউন্ডেশনের কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ করে ও গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ উমর আলী, ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক পারভেজ আহমদ, সহ-প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, সদস্য নজরুল ইসলাম নজির, আল-আইমান আহমদ, আল-ইসফাক আহমদ ও সভার আমন্ত্রিত অতিথি সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জানুয়ারী বৃহস্পতিবার ফতেহপুর গ্রামে মরহুম আব্দুর রহমান (কনাই মহুরী)-এর বাড়ীতে ৭ম মাসিক সভা (জানুয়ারী ২০২৫),১ জানুয়ারী বুধবার ফতেহপুর পূর্বপাড়া জামে মসজিদে বয়স্কদের কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও দোয়া মাহফিল, ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অভিষেক অনুষ্ঠান ও সমাবেশ সফলে প্রস্তুতি সভা এবং ফাউন্ডেশনের পরিচিতি ও প্রনয়ণকৃত গঠনতন্ত্রের রূপরেখা সম্বলিত প্রকাশনা প্রকাশের ব্যাপারে আলোচনা, আগামী ২২ ফেব্রুয়ারী শনিবার ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট এলাকার সর্বস্তরের জনসাধারণকে অবহিত করার জন্য সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়। সভায় ৩১ জানুয়ারী শুক্রবার পর্যন্ত ফাউন্ডেশনের সদস্য সংগ্রহ অভিযানের তারিখ বর্ধিত করা হয়। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনে গোলাপগঞ্জ উপজেলা ও মরহুম ফজলুল হক তানুমিয়ার সাথে সম্পর্কযুক্ত যেকোনো ব্যক্তি সদস্য হতে পারবেন।

উল্লেখ্য, আগামী ০১ জানুয়ারি বুধবারের উদ্বোধন ও দোয়া মাহফিলে আহবান জানিয়ে লিফলেট সহ ক্যালেন্ডার সদস্যদের মধ্যে বিতরণের মাধ্যমে প্রকাশ করা হয়।

৬৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।