ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃ ত্যু

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৩০, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

পুকুরের পানিতে ডুবে আয়শা সিদ্দিকা আনয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্বনাথ পৌরসভার রামধানা কাড়ার পাড় গ্রামে ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আয়শার মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে খারারপাড় গ্রামে তার নানা বাড়িতে পুকুরের পানিতে পড়ে যায়৷ পরে দ্রুত উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার সুনির্মল বিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শা সিদ্দিকা আনয়া রামধানা দক্ষিণপাড়ার মৃত সেবুল আহমেদ ও শিরিন সুলতানা সুমি দম্পতির একমাত্র সন্তান।

৪৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।