সূর্য উঁকি দেয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ৮ জানুয়ারির পর আবারও শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শনিবার (৪ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন।
শৈত্যপ্রবাহের বিষয়ে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহের সময়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, ৭ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত শীতের তীব্রতা তেমন থাকবে না। তবে ৮ তারিখের পর আবারও বাড়তে পারে শীতের তীব্রতা। এছাড়া ৭-৮ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন ::: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে-সিপিডি
উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে ঢাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র ২ থেকে ৩টি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।