ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রে ফ তা র ৬

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১০, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভূক্ত ০২ জন, সিআর ওয়ারেন্টভূক্ত ৩জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৬জন আসামী গ্রেফতার করা হয়েছে।

 

গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান এর নির্দেশনায় এসআই ছত্তার, এসআই সারোয়ার, এসআই সাদেক, এসআই সিকান্দর, এসআই মিহির, এএসআই সাহাব, এএসআই তোলা, এএসআই তাইজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এসব আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খারগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ এখলাছুর রহমান, রাজারগাঁও গ্রামের মৃত কাছা মিয়ার ছেলে মোঃ কাওসার আহমদ, মৃত. মোফাচ্ছির আলীর ছেলে ওয়াছির আলী, সুহিতপুর গ্রামের মৃত. মোবারক আলীর ছেলে আনকার আলী, আবুল ফজল আলীম, বল্লবপুর গ্রামের মৃত. আব্দুল হক এর ছেলে আব্দুস সালাম । এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

৩০৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।