ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে পড়শীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১২, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর । পড়শীর বড় ভাই স্বাক্ষর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে দুই পরিবারের সম্মতি ও উপস্থিতিতে বিয়ে হয়। যদিও বিয়ের খবরটি আগামী ফেব্রুয়ারীতে প্রকাশের পরিকল্পনা ছিলো দুই পরিবারের।

পড়শী ও নিলয় ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে দুই প্রতিযোগী ছিলেন তারা। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাঁদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।

৫৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।