ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার লক্ষ্মীবাউর গ্রামের আমিরুল ইসলামের ছুট ছেলে ফাহিম আহমদ হারিয়ে গেছে। সে উপজেলার সুফি নগর মাদ্রাসার শিক্ষার্থী।
গত কাল ১৩/০১/২০২৫ বেলা সম্ভাব্য ০২ ঘটিকায় তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পরবর্তীতে তাকে বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
হারানোর স্থান: তার নিজ বাসায় হতে লক্ষীবাউর বাজারে পায়ে হেঁটে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য ছাতক থানায় একটি সাধারণ ডায়রী করেন তার বড় ভাই বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন ডায়েরী নাম্বার(৭০৯) হারিয়ে যাওয়া সময় তার পরনে ছিলো- লাল রঙের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট গায়ের রং শ্যামলা মাথার চুল ছোট উচ্চতা ০৩ ফুট ০৫ ইঞ্চি।
নাম: ফাহিম আহমদ,বয়স: ১১বছর,পিতা: আমিরুল ইসলাম, মাতা: নাজমা বেগম,বড় ভাই: সজিব আহমদ,যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি খোঁজ পেয়ে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
বড় ভাই: সজিব আহমদ মোবাইল নাম্বার ০১৭৮৭৮২৩৯২৫