ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুরে দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ই জানুয়ারি) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধনী করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে ও উপজেলা প্রশাসন জৈন্তাপুর আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।

মেলায় স্কুল ও কলেজ দুই ক্যাটাগরীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের মডেল প্রকল্প সমুহ প্রদর্শন করেন।

উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, সহকারী প্রোগ্রামার আবদুল্লাহ আল মামুন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন স্কুল ও কলেজ হতে আগত শিক্ষক শিক্ষিকা ও মেলায় অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ।

৮০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।