অনলাইন তীর শিলং জুয়া খেলার সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘরকাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আক্তরুজ্জামান (৪৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার উজানঢাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৬৩)। তারা সিলেট মহানগরের বিলপাড় এলাকায় বসবাস করতেন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রিকাবী বাজারস্থ খালেদ বশির মিয়ার গ্যারেজের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৪৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।