ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আবদাল সাধারণ সম্পাদক জুবের

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতি ও মো. জোবায়ের বখত জুবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গণনা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ৮৫০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৬৫ জন।

ফলাফল ঘোষণায় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম. অ্যাডভোকেট আব্দুল করীম আকবরী ও জামিল আহমদ।

সহ-সভাপতি-১ পদে প্রতিদ্বন্দ্বী চার জনের মধ্যে অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যোৎস্না ইসলাম পেয়েছেন ৩৫৫ ভোট।

সহ-সভাপতি-২ পদে চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে অ্যাডভোকেট মো. মখলিছুর রহমান ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ পেয়েছেন ৩৮২ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামীপন্থী আইনজীবী অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ৭৭০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন পেয়েছেন ৬৫৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮ প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ২৮৫ ভোট।

এ ছাড়া যুগ্ম সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটকম প্রতিদ্বন্দ্বী ইকবাল আহমদ পেয়েছেন ৪৭৮ ভোট।

যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা ৪২০ ভোট, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান ৭৮৯ ভোট, সহ-সমাজ বিষয়ক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক ৭২৮ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট হেনা বেগম ৭৩১ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম অ্যাডভোকেট ৮২৫ ভোট, সহকারী নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল ৬৫৭ ভোট ও মো. কাওছার জুবায়ের ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সম্পাদকীয় ৩টি পদে যথাক্রমে অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ ১০৫৯ ভোট, সাহেদ আহমদ ৯৭৪ ভোট ও কাওছার আহমদ ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন ৯৮৫ ভোট, এ.এস.এম. আব্দুল গফুর ৯২৩ ভোট, এ.কে.এম. ফখরুল ইসলাম ৯১৬ ভোট, মো. জামিলুল হক জামিল ৯১৪ ভোট, আব্দুল মালিক ৮৯১ ভোট, কল্যাণ চৌধুরী ৮১৬ ভোট, আশিক উদ্দিন (আশুক) ৭৭৯ ভোট, জুবের আহমদ খান ৭৩৯ ভোট, আবু মো. আসাদ ৬৬৩ ভোট, মো. আলীম উদ্দিন ৬৬০ ভোট এবং মো. ছয়ফুল হোসেন ৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

৪৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।