ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় শ্রমিক কল্যাণের ফ্রি খতনা ক্যাম্প সম্পন্ন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এবার সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দিতে হবে। সমাজ উন্নয়নে সুশাসন ও জাতীয় ঐক্যের বিকল্প নেই। ফ্যাসিবাদের ফেরার পথ বন্ধ করতে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে। এই দেশটা আমাদেরই, তাই আমাদেরই গড়তে হবে। তরুণ প্রজন্মনে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, খতনা বিশ^নবী (সাঃ) এর সুন্নাত। এর পক্ষে বৈজ্ঞানিক যুক্তিও রয়েছে। সুন্নাতে খতনার মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি নানা রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। অসচ্ছলতার কারণে অনেক অভিভাবক যথাসময়ে তাদের শিশুদের খতনা দিতে পারেন না। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ ফ্রি সুন্নাতে খতন একটি মহৎ উদ্যোগ। সমাজের সামর্থবানদের এমন মহৎ উদ্যোগ নেয়া উচিত। এতে সমাজ ও তরুণ প্রজন্ম উপকৃত হবে।

তিনি শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে দক্ষিণ সুরমার কায়েস্তরাইল এলাকায় অনুষ্ঠিত ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেডারেশনের সিলেট মহানগরী দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি খতনা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা থানা উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ওয়ার্ড জামায়াতের সভাপতি এসএম মুছা, দক্ষিণ সুরমা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বিলাল মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক খায়রুল আমিন রাফসান, শ্রমিক নেতা আবুল হুসাইন সামুম ও রিমন আহমদ প্রমুখ।

ফ্রি খতনা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ২৫ জন অসচ্ছল শিশুকে খতনা, নতুন কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়।

৪৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।