ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক স্থানে গাছ ফেলে যানবাহন আটকে লুটপাট

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৩, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

আঞ্চলিক মহাসড়কের দাড়াখাই নামক স্থানে গাছ ফেলে যানবাহন আটকে লুটপাট করেছে একদল ডাকাত।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে দারাখাই নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন বলেন, আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলাম। ডাকাতরা সব নিয়ে গেছে। প্রায় এক লাখ ১০ হাজার টাকা ছিল।

আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, বাসে থাকা যাত্রীদের মোবাইল সহ সবকিছু নিয়ে গেছে। মহিলাদের কাছে স্বর্ণালংকার ছিল। চালককে মারধর করা হয়েছে। গাড়িতে ভাঙচুর অনেকে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও ধারালো ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে একটি লরি গাড়ির গতিরোধ করে। পরে এই লরিটি সড়কের মাঝখানে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ (আল-মোবারক ও মামুন পরিবহন) চারটি গাড়ির চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নেয় ডাকাতদল। এ সময় হামলায় তিন-চারজন যাত্রী রক্তাক্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী আলী হোসেন নামের এক প্রাইভেটকার চালক বলেন, সামনে ৪-৫টি গাড়ি দাড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এসময় ডাকাতরা আমার গাড়িতে হামলা করে বেশ ভাঙচুর করে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, যে স্থানে ডাকাতি সংঘটিত হয়েছে সেটা ছাতক থানার অধীন। এ ব্যাপারে ছাতক থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতরা যাত্রীদের বেশকিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমরা কাজ করছি।

স্থানীয় যুবক যোবায়ের আহমদ বলেন, খবর পেয়ে আমরা স্থানীয় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। অনেকে আহত হয়েছেন। চারটি গাড়ির সবার মোবাইল ফোনসহ সব কিছু নিয়ে গেছে।

তিনি বলেন, ওই স্থানে এক সময় প্রায়ই ডাকাতি হতো। দীর্ঘদিন দারাখাই এলাকায় এমন ঘটনা বন্ধ ছিল। বর্তমানে পুলিশ টহল না থাকায় আবারও ডাকাতি শুরু হয়েছে।

৩৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।