ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেইভ বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৪, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর কোতোয়ালি থানার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মুভম্যান্ট ইউএসএ এর প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল মুস্তাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ নির্বাচন কমিশনার এডভোকেট জামিল আহমদ রাজু।

বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মিয়া মোহাম্মদ রাসেল, আব্দুল্লাহ আল ফারুক, সেইভ বাংলাদেশ মুভমেন্টের এক্সিকিউটিভ মেম্বার প্রভাষক মুহিবুর রহমান শামিম, বিশিষ্ট ব্যবসায়ী জাবেদুর রহমান, এডভোকেট আব্দুল হামিদ রিপন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আব্দুল মুস্তাকিম বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার পাশা-পাশি সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সেইভ মুভমেন্ট বাংলাদেশ হচ্ছে এরকম একটি দাতব্য সংগঠন যেটি জুলাই বিপ্লব পরবর্তি নতুন বাংলাদেশের আর্থসামজিক উন্নয়নে সহযোগীতার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে বন্যার্তদের সাহায্য ও পুনর্বাসন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। ভবিষ্যতে আরো কর্মসূচি গ্রহনের মাধ্যমে বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাবে সেইভ বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ।

৩৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।