ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৬, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

রোববার (২৬ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে নেমে রাজশাহী। ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। ১৩ বলে ১১ রান করে তাকে সঙ্গে দেন আরেক ওপেনার সাব্বির হোসেন। চারে ব্যাট করতে নেমে ১০ বলে ১০ রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

পেমেন্ট জটিলতায় রংপুরের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তাই লোকাল ক্রিকেটারদেরই নিয়েই মাঠে নেমেছে ফ্র্যাঞ্চাইজিটি। রংপুরের মতো শক্তিশালী দলের বিপক্ষে বিদেশি ক্রিকেটারের অভাব ভালোভাবেই টের পেয়েছে রাজশাহী। আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রান তুলতে পেরেছে তাসকিন-বিজয়রা।

শেষ দিকে ৮ বলে ১৩ রান করে তাসকিন আউট হলেও সানজামুলের ২৯ বলের অপরাজিত ২৮ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়ও। ১৬ বলে ১৩ রান করেন তিনি। এরপর এস এম মেহরব (৭) এবং ৩ রান করে ইয়াসির আউট হলে দলীয় ৫৬ রানে ৬ উইকেট হারায় রাজশাহী। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন আকবর আলী। কিন্তু মিজানুর রহমান ৫ রান করে আউট হলে তাকে সঙ্গ দেন আকবর আলী (১৯)।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন খুশদিল শাহ। এ ছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিন ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন। আর আকিভ জাভেদ নেন একটি উইকেট।

২৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।