ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল,বেছে নিয়েছেন বাস

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২৮, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশের মতো কিশোরগঞ্জেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে গন্তব্যে যাত্রা করার জন্য বেছে নিয়েছেন বাস। জরুরি প্রয়োজন না থাকায় কেউ কেউ ফিরে গিয়েছেন বাড়িতে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ট্রেন বন্ধ থাকায় অনেকেই এসে ফিরে যাচ্ছেন। স্টেশনে সুনসান নীরবতা। অনেকেই এসে ট্রেনের টিকেট ফেরত দিয়ে মূল্য নিয়ে যাচ্ছেন।

কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী জানান, আমরা ৫ জন বন্ধু মিলে জামালপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলাম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় যেতে পারিনি। এখন বাধ্য হয়ে বাস দিয়ে যেতে হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, বুধবার (২৯ জানুয়ারি) ব্যবসায়ীক কাজে ট্রেনে করে আমাদের তিনজনের চট্টগ্রাম যাওয়ার কথা। সেই জন্য অনলাইনে আগেই টিকেট কেটেছিলাম। কিন্তু আজকে শুনলাম ট্রেন চলাচল বন্ধ। টিকেট ফেরত দিতে স্টেশনে এসেছি। স্টেশন থেকে জানানো হয়েছে যারা অনলাইনে টিকেট কেটেছে তাদের অনলাইনে ফেরত দিতে হবে। এভাবে ট্রেন বন্ধ রেখে আন্দোলন করায় আমাদের ভোগান্তি বেড়েছে। ট্রেন ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক। আশা করি যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে দ্রুত এর সমাধান করা হবে।

এদিকে দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে যাত্রীদের ভিড় দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের চাপ বেড়েছে বলে জানায় বাস কাউন্টারের কর্মচারীরা।

ট্রেন বন্ধ থাকায় স্টেশন থেকে ফেরা সোমা আক্তার নামে এক যাত্রী বলেন, ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য স্টেশনে গিয়েছিলাম। গিয়ে দেখি ট্রেন বন্ধ। জরুরি ঢাকায় যেতে হবে, এজন্য বাসস্ট্যান্ডে চলে এসেছি। এখন বাসেই যেতে হবে।

অনন্যা স্পেশাল সার্ভিসের কাউন্টার মাস্টার শাহজাহান জানান, অন্যান্য দিনের তুলনায় কিছুটা চাপ রয়েছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬টি বাস গাইটাল বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

যাতায়াত বাসের কাউন্টার মাস্টার বাশার জানান, অন্য সাধারণ দিনে সকাল থেকে ১২টার মধ্যে ১০ থেকে ১২টা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু আজ এরইমধ্যে ১৬ টি বাস ঢাকার উদ্দেশ্যে কাউন্টার ত্যাগ করেছে। সব বাসে যাত্রী ছিল পরিপূর্ণ।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, সকাল থেকে কিশোরগঞ্জ স্টেশন থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাঁচটি ট্রেন কিশোরগঞ্জ থেকে আসা যাওয়ার কথা ছিল। যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।