ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির প্রতিবাদে সিকৃবিতে বি ক্ষো ভ

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৩০, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সি.কৃ.বি. প্রতিনিধি :নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক কর্মসূচি দেওয়ার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) রাত দশটায় ছাত্র হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে প্রশাসনিক ভবনের পাশে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সিকৃবিসহ প্রতিটি ক্যাম্পাসে খুনি এবং স্বৈরাচারের দোসর ছাত্রলীগ ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। তাদের কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। আবু সাঈদ, মুগ্ধ ও অসীমের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। যেখানেই ছাত্রলীগ আবার মাথাচাড়া দিয়ে উঠবে, সিকৃবিসহ প্রতিটি ক্যাম্পাসে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, “৩৬শে জুলাই যে বিজয় এসেছে, এখনো তার রক্তের দাগ শুকায়নি, সন্তানহারা মায়ের চোখের অশ্রু এখনো শুকায়নি, আমাদের অন্তরের ক্ষত এখনো সারেনি। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, তারা যেন দ্রুত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়।”

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “আপনারা জানেন, ছাত্রলীগকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য ইতিমধ্যে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন তারা পলাতক অবস্থায় তাদের সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য আবার কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা আবারও দেশে ফিরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর স্বপ্ন দেখছে, যা আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা দেখতে পাচ্ছি, ৫ই আগস্টের পরেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের দোসররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ‘ম্যানার শেখানো’র নামে তারা সন্ত্রাসী কার্যক্রম চালানোর নানা পাঁয়তারা করছে। তাদের গতিপ্রকৃতির দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আজ আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি, ভবিষ্যতেও তাদের কর্মসূচি প্রতিহত করার জন্য এভাবেই একতাবদ্ধ থাকব।”

৬২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।