ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে কমেছে ডিম ও মুরগির দাম

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ডিম ও মুরগির দাম। ডিম খাচি প্রতি (৩০টি) ৪০ টাকা কমে বর্তমানে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুরগির দামও কমেছে, বয়লার মুরগি কেজি প্রতি ২০ টাকা কমে ১৭০ টাকায় এবং পাকিস্তানি মুরগি কেজি প্রতি ৩০ টাকা কমে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারের ডিম বিক্রেতা আসলাম বলেন, খামার মালিকরা কম দামে ডিম বিক্রি করছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। এতে করে আগের থেকে বিক্রিও বেড়েছে।

হিলি বাজারের মুরগি বিক্রেতা ইউসুফ আলী বলেন, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। শীতের কারণে অনেক খামারে মুরগির রোগ দেখা দিচ্ছে, যার জন্য খামার মালিকরা কম দামে মুরগি বিক্রি করছে। এতে করে খুচরা বাজারে মুরগির দাম কমেছে। বর্তমানে বয়লার মুরগি ১৭০ টাকা এবং পাকিস্তানি মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

হিলি বাজারে ডিম ও মুরগি নিতে আসা হাছিনুর ইসলাম বলেন, কয়েক দিনের তুলনায় হিলির বাজারে ডিম ও মুরগির দাম কমেছে। এতে করে আমরা সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছি। তবে ডিম ২৫০ এবং মুরগি ২০০ টাকা কেজির মধ্যে থাকলে আমাদের জন্য আরও ভালো হতো। সামনে রমজান মাস, রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম বেশি না হয় সেই বিষয়ে সরকারকে নজর দিতে হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।