ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি :: ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সহযোগিতা অঙ্গসংগঠন পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য (বুধবার) ৫ ফেব্রুয়ারি বিকালে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোসলেউদ্দিন কাজীর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তৈয়বুর রহমান মাতাব্বরের সঞ্চালনায় শান্তি সমাবেশ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার, পক্ষিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রুবেল কাজী।

এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা নূরউদ্দিন হাওলাদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন রাঢ়ি, যুগ্ন আহবায়ক জাকির ফরাজি, যুগ্ম আহ্বায়ক মিজান হাওলাদার, ইউনিয়ন যুবদলের সদস্য হাসান ফরাজী প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষানলে পরে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এখনো তাদের দোষররা অশান্তি ও নৈরাজ্য করে যাচ্ছে। তারা এখন এদেশের জনগণের কাছে ফেসবুক লিগ হিসেবে পরিচিত, এই ফেসবুকলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।

এ সময় তারা বলেন, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতান নির্দেশে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর রয়েছি, যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

৩৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।