ঢাকাশুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শুভ উদ্বোধন হতে যাচ্ছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্ট আয়োজন উপলক্ষ্যে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির প্রস্তুতি মূলক আলোচনা আম্বরখানাস্থ সমাহার মার্কেটে অনুষ্ঠিত হয়।

এই খেলাটি শুধু সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৪২টি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রত্যেক ওয়ার্ড এই খেলায় অংশ গ্রহণ করবেন। ৪২টি টিমে এই খেলা অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, আগামী মঙ্গলবার থেকে সিলেটের মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

এসময় দেশের ক্রীড়াঙ্গনে মরহুম আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করে ইমদাদ চৌধুরী বলেন, বিএনপির সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদার জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো দেশের সম্পন্ন রাজনীতি মুক্ত রেখে ছিলেন। দেশের ক্রীড়াজগত করে এগিয়ে নিতে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ক্রীড়াবীদ। দেশের ক্রীড়াঙ্গনে কোকোর আবদান অবিস্মরণীয়।

আলোচনায় টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটি, প্রচার উপ-কমিটি ও মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় আলোচনায় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন, আমির হোসেন, সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাকিম, রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, আখতার রশিদ চৌধুরী, মঞ্জুরুল হাসান মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, খছরুজ্জামান খছরু, দফতর সম্পাদক তারেক আহমদ, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয় সম্পাদক মিজান আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবুল মুনিম, জলবায়ু বিষয়ক সম্পাদক সবুজ আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, সাব্বির আহমদ, সহ-প্রকাশনা সম্পাদক খুরশেদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি মির্জা জাহেদ, নির্বাহী কমিটির সদস্য ইফতেখার আহমদ পাবেল, ফরহাদ আহমদ, নরুল ইসলাম লিমন, নুরুল হক রাজু, পারভেজ আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, জাকারিয়া হোসেন, মুমিন আহমদ মুশাহিদ আহমদ, নজির হোসেন, আখতার হোসেন প্রমুখ।

১৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।