পৃথক অভিযানে সিলেট নগরী থেকে ৪ নারী পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে অসামাজিক কাজের অভিযোগে ৩ জনকে এবং ইয়াবাসহ আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে নগরীর মহাজনপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৪৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত স্বপন আহমদ বেতের বাজার এলাকার মো. পালাই মিয়ার ছেলে।
এদিকে একই মধ্যরাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় প্রবাশ আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজের অভিযোগে ৩ নারী-পুরুষকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের দিরাই থানার হোসেনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রাসেল আহমদ, সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ১৭০নং বাসার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন এবং পপি নামের আরো এক নারী।
২৩ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।