
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানার পিতা মরহুম মিছির উদ্দীন শাহ্ চৌধুরী’র প্রথম মৃত্যু বার্ষিকী আজ।
মরহুম মিছির উদ্দীন শাহ্ চৌধুরী ছিলেন সাপাহার উপজেলা সদরের এক মুসলিম সম্রান্তু পরিবারের সন্তান। তিনি তাঁর জীবনদ্দশায় সাপাহার সরকারি কলেজের একজন বিদ্যোৎসাহী ও দাতা সহ স্থানীয় সামাজিক উন্নয়নে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
গত ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩:২৫ মিনিটে তিনি তাঁর নিজ বাসভবনে অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতি-নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মিছির উদ্দীন শাহ্ চৌধুরী সাপাহার চৌধুরী পাড়ার মৃত নুর মোহাম্মদ শাহ্ চৌধুরী (বড় সাহজী)’র ছোট ছেলে।
সাপাহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী রানা তাঁর মরহুম পিতা মিছির উদ্দীন শাহ্ চৌধুরীর রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।