
নয় বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে করেছে পুলিশ।
আভিযুক্ত আবুল হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গ্রেফতারের বিয়ষটি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে রবিবার রাতে উপজেলার সুয়াপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মোঃ আতাউল বাবু বলেন, আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।