
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাঃ মাহবুবুল আলম বলেছেন, জামায়াতে ইসলাম সবার জন্য, জামায়াতে ইসলাম চায় বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হোক।
বুধবার বেলা ১১ টায় উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজে নিজ অফিস কার্যালয়ে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মুহাঃ মাহবুবুল আলম বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে সকল ধর্ম বর্ণের মানুষেরা সুবিধা পাবে। জামায়াতে যোগ দেওয়া অমুসলিম সহ সকলের সুযোগ আছে। ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলের মাধ্যমে হিন্দু শাখাসহ সকল শাখাকে আরো শক্তিশালী করা হবে।
তিনি, ২৪ এর বিপ্লবে সাংবাদিক অগ্রণী ভূমিকা তুলে ধরে আরো বলেন, আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। যুগেযুগে বাংলাদেশকে এগিয়ে নিতে মিডিয়ার ভূমিকাকে অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে ২৪ এর বিপ্লবে সাংবাদিক বন্ধুদের অগ্রণী ভূমিকা দেশের মানুষের হৃদয়ের সুউচ্চ আসন টি গ্রহন করেছে। আবু সাইদ ও মুগ্ধদের মতো কালজয়ী বীরদের সারা পৃথিবীব্যাপী পরিচিত করে দিতে আপনারা মূল কাজটি করে গেছেন ক্যামেরার পিছন থেকে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেশকে ভালোবেসে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের ঋণ শোধ হবার নয়।
এসময় তিনি সাংবাদিকদের দেশপ্রেমিক ও তারুণ্যদীপ্ত এ কাজের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকরা সবার বন্ধু নয়, ওরা ভালো মানুষের বন্ধু, ওরা দেশের পক্ষে কাজ করতে জীবন বাজি ধরতে কুণ্ঠিত হয়না। সমাজে অপরাধীর সংখ্যা কম, ভালো মানুষ বেশি। নিজ নিজ অবস্থান থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করা যায়, তাহলে সমাজে অপরাধ দূর করা সম্ভব হবে। সত্যকে তুলে ধরা ও অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আছে বলেই আপনারা সাংবাদিকতা পেশায় এসেছেন।
বাংলাদেশ জামায়েত ইসলাম থেকে ৪৬ নওগাঁ-১, (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) নির্বাচনী এলাকার আগামী নির্বাচনে এমপি পদে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোআ ও ভালোবাসা চেয়ে অধ্যক্ষ মুহাঃ মাহবুবুল আলম আরো বলেন, গণমাধ্যম হচ্ছে সত্য তুলে ধরা ও প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম। এখানে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আরো বেশী। সত্য ও সুন্দরের পক্ষে আমরা যেন একে অপরের বন্ধু হিসেবে থাকতে পারি। জাতি, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সমাজের সব মানুষের জন্য কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
উক্ত মতবিনিময় সভায় সাপাহার উপজেলায় প্রিন্ট, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।