ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র -পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অনুরোধ

rising sylhet
rising sylhet
মার্চ ৮, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে। বাংলাদেশও এই সিদ্ধান্তে রাজি হয়েছে, তবে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে, বাংলাদেশি নাগরিকদের যেন হাত-পায়ে শিকল পরিয়ে বা অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা কত, সে বিষয়ে সরকার কোন স্পষ্ট তথ্য জানাতে পারেনি।

গতকাল সচিবালয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত মাসে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে একটি কূটনৈতিক পত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এ বিষয়ে সম্মতি জানায়। তবে সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যেন বাংলাদেশি নাগরিকদের অসম্মানজনক কোনোভাবে ফেরত না পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।