ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রমজান মাসে রোজা ২৯ নাকি ৩০টি পূর্ণ করতে হবে সে তথ্য প্রকাশ

rising sylhet
rising sylhet
মার্চ ১২, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এবারের রমজান মাসে রোজা ২৯ নাকি ৩০টি পূর্ণ করতে হবে সে তথ্য প্রকাশ করেছে তারা।

গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এরপর সেখানে ১ মার্চ থেকে পবিত্র ও মহিমান্বিত এ মাস রমজান শুরু হয় ।

বুধবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে থাকবে রমজানের ২৯তম দিন।

সংস্থাটি জানায়, আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সাধারণ মানুষের উদ্দেশে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ‌‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে ওই অঞ্চলের মানুষ এবার ৩০টি রোজা পূর্ণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।