
রাইজিং সিলেট :: পরিক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক ছাত্রদল নেতা।ওই ছাত্রের নাম রাকিব হোসেন আফ্রাদ ।তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র।
মঙ্গলবার(২২ এপ্রিল) কৃষি অনুষদের ষষ্ঠ সেমিস্টারের প্যাথলজি-৩২১ থিওরি ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার সময় তাকে পরিদর্শক ধরেন।প্রাথমিকভাবে তাকে উক্ত পরীক্ষা থেকে এক্সপেল করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায় তিনি মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। তিনি জানান “এই বিষয়ে জড়িত পরীক্ষার্থীর বিধি মোতাবেক পরীক্ষা কন্ট্রোলার ব্যাবস্থা নিবেন ।”
এই বিষয়ে পরীক্ষা কন্ট্রোলার ড.কাজী মেহেতাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান ‘ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তার জন্য যা শাস্তি তা সে পাবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রনেতা মো. আবু সাইদ রবি বলেন, “বিষয়টা আমি শুনেছি। তবে ব্যক্তিগত অন্যায়কারী (রাকিব হোসেন আফরাদ)-এর দায়ভার জাতীয়তাবাদী ছাত্রদল নেবে না। এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দল যেমন অন্যায়কারী নিয়ে ছাত্রদল সুসংগঠিত করবে না, তেমনি অসৎ উপায় অবলম্বনকারী বা দলের মান-সম্মান ক্ষুণ্নকারী কেউ দলে স্থান পাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে; এই দায়ভার ছাত্রদল নেবে না।
এ বিষয়ে নকলে অভিযুক্ত শিক্ষার্থী রাকিব হাসান আফ্রাদ সাথে কথা বললে তিনি অভিযোগ স্বীকার করেন।