ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ল সিকৃবির ছাত্রদল নেতা

rising sylhet
rising sylhet
এপ্রিল ২২, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিং সিলেট :: পরিক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক ছাত্রদল নেতা।ওই ছাত্রের নাম রাকিব হোসেন আফ্রাদ ।তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার(২২ এপ্রিল) কৃষি অনুষদের ষষ্ঠ সেমিস্টারের প্যাথলজি-৩২১ থিওরি ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার সময় তাকে পরিদর্শক ধরেন।প্রাথমিকভাবে তাকে উক্ত পরীক্ষা থেকে এক্সপেল করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায় তিনি মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম। তিনি জানান “এই বিষয়ে জড়িত পরীক্ষার্থীর বিধি মোতাবেক পরীক্ষা কন্ট্রোলার ব্যাবস্থা নিবেন ।”

এই বিষয়ে পরীক্ষা কন্ট্রোলার ড.কাজী মেহেতাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান ‘ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তার জন্য যা শাস্তি তা সে পাবে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রনেতা মো. আবু সাইদ রবি বলেন, “বিষয়টা আমি শুনেছি। তবে ব্যক্তিগত অন্যায়কারী (রাকিব হোসেন আফরাদ)-এর দায়ভার জাতীয়তাবাদী ছাত্রদল নেবে না। এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দল যেমন অন্যায়কারী নিয়ে ছাত্রদল সুসংগঠিত করবে না, তেমনি অসৎ উপায় অবলম্বনকারী বা দলের মান-সম্মান ক্ষুণ্নকারী কেউ দলে স্থান পাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে; এই দায়ভার ছাত্রদল নেবে না।

এ বিষয়ে নকলে অভিযুক্ত শিক্ষার্থী রাকিব হাসান আফ্রাদ সাথে কথা বললে তিনি অভিযোগ স্বীকার  করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।