
বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৯ জন হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. রাসেল মিয়াকে (২৮) বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মো. রাসেল মিয়া (২৮) বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলা সদর কালিকাপাড়া গ্রামের আরজু মিয়ার ছেলে।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লব চলাকালীন হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বানিয়াচংয়ে শক্তিশালী আন্দোলনে নামেন ছাত্র-জনতা।
৫ আগস্ট বেলা ১১টায় কয়েক হাজার মানুষ থানা অভিমুখে রওনা দিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিলকারীদের ওপর সশস্ত্র হামলা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৮ ছাত্র-জনতা নিহত ও শতাধিক আহত হন।
২২ আগস্ট নিহত ১২ বছরের শিশু হাসাইন মিয়ার পিতা ছানু মিয়া বাদী হয়ে সাবেক এমপি রুয়েল, মজিদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬০ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।