ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিছিল শেষে শিক্ষার্থীরা ৭ দফা দাবি

rising sylhet
rising sylhet
এপ্রিল ২৭, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ads

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

 

রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, প্রধান ফটক ও কলা অনুষদ প্রদক্ষিণ করেন তারা।

 

সাজ্জাদ হুসাইন মুন্না বলেন, ৫ আগস্টের পরে এ বিষয় নিয়ে কথা বলা লজ্জার। আমাদের হতাশ করেছে অন্তর্র্বতীকালীন সরকার। আমরা ভেবেছিলাম আমাদের রাজপথে নামতে হবে না। গত বিসিএসের প্রশ্নফাঁসের ব্যাপারে সবাই জানে এবং সবার কাছে এটি পানির মতো পরিষ্কার। বিসিএস ভাইভাতে শিক্ষার্থীরা হেনস্তার শিকার হওয়ার ঘটনাতেও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

 

বিক্ষোভ মিছিল শেষে শান্ত চত্বরে তারা সমাবেশ করেন। এ সময় আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না ৭ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- ৪৫ তম বিসিএস থেকে ভাইভার নাম্বার ১০০ করতে হবে; প্রিলি, লিখিত ও ভাইভার নাম্বার প্রকাশ করতে হবে। প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে; ভাইভা উত্তীর্ণ সকলের চাকরির নিশ্চিত করতে হবে; প্রাইভেট সেন্টোরে আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে; বিসিএসসহ সকল চাকরি পরীক্ষার ভাইবা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হতে; বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রাদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, পিএসসি সংস্কারের জন্য আন্দোলন করেছি। এটাই শেষ নয়, সংস্কার না হলে আন্দোলন অব্যাহত থাকবে। ৪৬ তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে এটাতে কোন সন্দেহ নেই। জড়িত কর্মকর্তা ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া উক্ত পরিক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। এ ছাড়া একইদিনে অনেকগুলো পরীক্ষা নেওয়া হচ্ছে, এ বিষয়েও পদক্ষেপ নিতে হবে।

 

এ সময় পদার্থবিজ্ঞানের ১২ ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরেও পিএসসির সংস্কার নিয়ে আন্দোলন করতে হবে এটা ভাবিনি। আমাদের দাবি না মানলে জুলাইয়ের মতো আবারও রাজপথে নামতে বাধ্য হবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।