
ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত মোস্তফা মিয়া (৩৫) সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল ও আলাউদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সেই মোস্তফার মৃত্যু হয়।