ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নগরীতে জলাবদ্ধতা নিরসনে সিসিকের কন্ট্রোল রুম স্থাপন

rising sylhet
rising sylhet
মে ৩১, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে আকস্মিক অতি বৃষ্টির ফলে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কন্ট্রোল রুম স্থাপন করেছে।

সিসিক সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে জরুরি যোগাযোগ এবং মনিটরিংয়ের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমটি অবস্থিত সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ের ২য় তলায়, কক্ষ নম্বর ২০৫ (কনফারেন্স রুম)। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর (মোবাইল: ০১৭১১৯০৬৬৪৭)।

এক অফিস আদেশে জানানো হয়েছে, সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, (মোবাইল: ০১৭১৩৩১১৫২৬) এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ একলিম আবদীন (মোবাইল: ০১৭৬৯০০৫৮৫৬)।

সিসিক আরও জানায়, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবগণ নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি পরিদর্শন করবেন এবং তাৎক্ষণিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টার মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের আইসিটি শাখার ইমেইল ঠিকানা 1gcc1@lgd.gov.bd-তে জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত সর্বশেষ তথ্য ও অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।