
রাইজিংসিলেট- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ভবনের তৃতীয় তলার ছাদের স্টোররুমে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই সুপ্রিম কোর্টের কর্মীরা তৎপর হয়ে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নির্বাপণ নিশ্চিত করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুনে স্টোররুমে রাখা কাগজপত্র, স্টেশনারি এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।