ঢাকারবিবার , ৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি সদর উপজেলায় কৃষি অফিসারের সততায় মুগ্ধ কৃষকরা

rising sylhet
rising sylhet
জুন ৮, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

ঝালকাঠি সদর উপজেলার কৃষকরা এখন কৃষি অফিসমুখী। তাঁরা বলছেন, অফিসে গেলে হয় না কোন ঝামেলা, নেই দালালদের ভিড়। সবকিছু মেলে নিয়মমাফিক, সময়মতো। এ পরিবর্তনের পেছনে রয়েছেন একজন কর্মকর্তা—উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ।

তাঁর সততা, দায়িত্ববোধ আর কৃষকদের পাশে থাকার মানসিকতা ইতিমধ্যেই উপজেলাজুড়ে প্রশংসিত হয়েছে। কৃষকরা বলছেন, এখন কৃষি অফিস মানে ভরসার জায়গা।

সদরের নথুল্লাবাদ ইউনিয়নের কৃষক মো. মাসুদ বলেন, “আগে ভাবতাম, কৃষি অফিসে গেলে স্যাররা সময় দেন না। এখন নিজেরাই ফোন করে খবর নেন, খামারে এসে দেখে যান। কেউ চাইলেও ঘুষ দেয়ার সুযোগ নেই।”

বিভিন্ন সূত্রে জানা গেছে, কৃষককে উচ্চফলনশীল বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে—নির্বাচনে কোন তদবির ছিল না।

বিনয়কাঠী এলাকার কৃষাণী শাহিদা বেগম বলেন, “আমি দরিদ্র চাষি, তবুও এবার সরকারি বীজ পেয়েছি। ভাবতেই পারিনি। আলী আহম্মদ স্যার নামটাই এখন বিশ্বাসের প্রতীক।

আলী আহম্মদ গণমাধ্যমকে বলেন, “আমি চেষ্টা করি সরকারি সুযোগ-সুবিধা যেন কৃষকের ঘরে পৌঁছায়। এটি আমার দায়িত্ব, এখানেই আমি আপসহীন।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, “মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তার সততা ও আন্তরিকতা থাকলে কৃষিতে উন্নয়ন নিশ্চিত হয়। ঝালকাঠি সদরের উদাহরণ এখন অনুপ্রেরণা।”

উপজেলার কৃষকদের বিশ্বাস, এমন সৎ ও দায়বদ্ধ কর্মকর্তারা থাকলে কৃষির ভবিষ্যৎ আরো ভালো হবে। কারণ, কৃষক চাই শুধু সহযোগিতা—not “তেল-তুবড়ি”। আর সেই সহযোগিতার ঠিকানাই এখন ঝালকাঠির কৃষি অফিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।