ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কনের বাড়িতে হা ম লা চালিয়েছে বরপক্ষ

rising sylhet
rising sylhet
জুন ১৩, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

যৌতুকের টাকা ও স্বর্ণালঙ্কার না পেয়ে কনের বাড়িতে হামলা চালিয়েছে বরপক্ষ। এতে কনে পক্ষের চারজন আহত হয়েছেন। পরে খাল সাঁতরে ও নৌকায় পালান করে বরপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলার ঘোলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনের বাবা, মা, বোন ও চাচা। তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কনের ফুফু মমতাজ বেগম বলেন, গত ঈদুল ফিতরে সালেহা বেগমের সঙ্গে মো. রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষ যৌতুক হিসেবে ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণের দাবি করে। বৃহস্পতিবার বরপক্ষ কনেকে নিয়ে যেতে আসে। কথা ছিল, ৫০ জন অতিথি আসবেন। কিন্তু তারা আসে ৬৫ জন। বাড়ির ছোটরা গেট সাজিয়ে রাখে। কিন্তু বরপক্ষ আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে। দাবি তোলে, কনে নিতে হলে আগে পুরো যৌতুক দিতে হবে।

তিনি আরও বলেন, কনের বাবা সময় চাইলে ছেলের বাবা বলেন, বিড়ির টাকা বাকি থাকলেও কনেকে নেওয়া হবে না। এরপরই উত্তেজনা ছড়ায়। বরের বড় ভাই মো. হাসান গেট ও চেয়ার ভাঙচুর করেন। তাদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন কনে পক্ষের লোকজনকে চেয়ার দিয়ে মারধর করেন। পরে তারা খাওয়া-দাওয়া না করেই খাল সাঁতরে ও নৌকায় করে সটকে পড়েন।

এ বিষয়ে বর মো. রুবেল বলেন, আমি পেছনে ছিলাম। গেটে কী হয়েছে জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।