ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে রিমঝিম,সিলেট আংশিক বন্যা হতে পারে

rising sylhet
rising sylhet
জুন ১৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

এই গরমে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘রিমঝিম’।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এটি চলতি বছরের ষষ্ঠ এবং দ্বিতীয় মৌসুমি বৃষ্টিবলয়।

বিডব্লিউওটির ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, ‘রিমঝিম’ ১৬ জুন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ছড়িয়ে দেবে এবং ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ছাড়তে পারে।

দেশের প্রায় সব এলাকায় ‘রিমঝিমের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে সক্রিয় থাকবে।  অপেক্ষাকৃত কম সক্রিয় থাকবে রাজশাহী ও খুলনা বিভাগে।

প্রভাব:সিলেট, চট্টগ্রাম ও রংপুরের নিচু এলাকায় আংশিক বন্যা হতে পারে, বজ্রপাত কিছুটা বাড়তে পারে,উপকূল অঞ্চল দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে,এ সময় সাগর কিছুটা উত্তাল থাকবে।

বৃষ্টিবলয়ের ফলে তাপপ্রবাহ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন ও জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা। এটি দেশের কৃষি ও পানির চাহিদা পূরণে ইতিবাচক হলেও, নিচু এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।