ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
জুন ১৭, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট নগরীর আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফাহিম আহমেদ (২৩), রেজুয়ান আহমেদ রফি (২৪), মো. শাহীদুল ইসলাম (২৭), রিমু আক্তার (২০), রানী বেগম(৩২)।

জানা যায়, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট পাচঁ জনকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১১৮, তাং-১৭/০৬/২০২৫খ্রি. ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।