
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আসন্ন নির্বাচন কে কেন্দ্র করে ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮জুন বিকেল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস কক্ষে নওগাঁ- ১ (সাপাহার, পোরশা,নিয়ামতপুর) আসনের সাপাহার উপজেলার ৫৪ কেন্দ্রের সভাপতি/সেক্রেটারী নিয়ে সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজশাহী অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম,নওগাঁ জেলা আমীর খ ম আব্দুর রাকিব, জেলা কর্মপরিষদ সদস্য ও এমপি পদপ্রার্থী ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের অধ্যক্ষ মো: মাহবুবুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাপাহার উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের তরুণ, জেলা কর্মপরিষদ সদস্য ও এমপি পদপ্রার্থী ৪৬ নওগাঁ-১ আসন পরিচালক (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর)
মাও: নওশাদ আলী প্রমুখ।
এসময় ৫৪ ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ উপস্থিত ছিলেন।