ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
জুন ২০, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে হাসপাতালটিতে শিশুরোগীকে নিয়ে আসা অভিভাবকদের সঙ্গে এমন আচরণ করেন ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা।

সিলেট মহানগরের পায়রা এলাকার বাসিন্দা তানজিল হোসেন জানান- তার দেড় বছর বয়সী শিশুর ভোররাতে হঠাৎ বমি শুরু হয়। সাড়ে তিনটার দিকে তিনি উইমেন্স মেডিকেল কলেজে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার বাবা অ‍্যাডভোকেট আতাউর রহমানসহ পরিবারের সদস্যরা। তারা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ঘুমন্ত অবস্থায় পান। এ সময় নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তারা ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জাগাতে গেলে তিনি বিরক্ত হয়ে উঠেন এবং অভিভাবকদের সঙ্গে প্রথম থেকেই অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। বিষয়টি নিয়ে অ‍্যাড. আতাউর রহমানের দিকে চরম অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি গার্ডদের ডেকে তিনি রোগীর স্বজনদের ইমার্জেন্সি বিভাগ থেকে বের করে দেন। এসময় রোগীর অভিভাবকরা জোরালো প্রতিবাদ করলে। ওই চিকিৎসকের নির্দেশে নিরাপত্তাকর্মীরা মারমুখি হয়ে উঠেন এবং অ‍্যাড. আতাউর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে তানজিল হাসান সংবাদ সম্মেলন ও মামলা করবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।