
আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠন সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সাউডিএস) আয়োজিত অন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আজ শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা ২০ ও ২১ জুন ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে মোট ১২টি দল। দুইদিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন রাউন্ড পর্ব বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ এবং কৃষি অর্থনীতি অনুষদের গ্যালারি কক্ষে এবং প্রতিযোগিতার ফাইনাল আগামীকাল ২১ জুন সকাল ১১টায় ভেটেরিনারি অনুষদ ভবনের-২ এর ৫ম তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় পুরষ্কার হিসেবে থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য ২০০০ টাকার প্রাইজমানি, রানারআপ দলের জন্য ১০০০ টাকা প্রাইজমানি। এছাড়াও দেয়া হবে টুর্নামেন্ট সেরা পুরষ্কার। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান অভিজ্ঞ বিতার্কিকগণ।
প্রতিযোগিতা নিয়ে সাউডিএস এর সাধারণ সম্পাদক ধ্রুব সিদ্দিকী বলেন, “বর্তমান কমিটির মেয়াদকালে এটিই সাউডিএস-এর প্রথম প্রোগ্রাম। আশা করি এই আয়োজন সাউডিএসকে নতুনভাবে সবার সামনে তুলে ধরবে।”
সাউডিএস এর সহ-সভাপতি তুষার বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা সাউডিএস-এ একটি নতুন অধ্যায়ের সূচনা করেছি। সামনে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমান কমিটি নিয়ে আমরা অনেক আশাবাদী যে এই প্রোগ্রামগুলো সফলভাবে সম্পন্ন করতে পারব।